মোবাইলে ভোটার আইডি চেক করার নিয়ম

বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করা অনেক জরুরি হয়ে পরেছে। কারন এখন অনলাইনে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ফেক আইডি কার্ড তৈরি করা যায়। তাই মোবাইলে ভোটার আইডি চেক করার নিয়ম দেখে দেখে যেকোনো প্রয়োজনে NID check করে নিন।

মোবাইলে ভোটার আইডি চেক

এখন চাইলে যেকোনো মুহূর্তে যে কেউ তার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে পারবে। বর্তমানে মোবাইলে ভোটার আইডি চেক করার জন্য বেশ কয়েকটি উপায় আছে। তার মধ্যে এই তিনটি উপায়ে nid check করা সহজ।

  • অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই
  • এসএমএস এর মাধ্যমে মোবাইলে ভোটার আইডি চেক
  • মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই

আজ আমরা এখানে মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার উপায় নিয়ে আলোচনা করব।

তো চলুন শুরু করা যাকঃ

মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই

মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য প্রথমে Google Play Store থেকে বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত Online GD নামক এন্ড্রোয়েড অ্যাপ টি ডাউনলোড করতে হবে।

ডাউনলোড শেষে Online GD অ্যান্ড্রয়েড অ্যাপটি মোবাইলে ইন্সটল করে নিন। ইন্সটল সম্পন্ন হয়ে গেলে এখানে নিবন্ধন ও লগ-ইন নামের দেখতে দুটি অপশন দেখতে পাবেন। যেহেতু আপনার আগের অ্যাকাউন্ট তৈরি করা নাই তাই আপনাকে নিবন্ধন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্টার পেজে আসার পর আপনি নিচে দেখানো ছবির মত অপশন দেখাবে। এখানে খেয়াল করলে দেখতে পাবেন, জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে পরিচয় পত্র যাচাই করার কথা উল্লেখ আছে।

জাতীয় পরিচয় পত্র যাচাই

জাতীয় পরিচয় পত্র যাচাই

এবার আপনি যার ভোটার আইডি চেক করতে চাচ্ছেন সেই ব্যক্তির আইডি কার্ডে থাকা 17 অথবা 13 সংখ্যার এমনকি 10 সংখ্যার জাতীয় পরিচয় পত্র নাম্বারটি ইনপুট করুন। এবং নিচের ঘরে জন্ম তারিখ ইনপুট করুন।

তারপর পরিচয়পত্র যাচাই বাটনে ক্লিক করুন এবং ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দেখতে পাবেন।

ভোটার আইডি কার্ড চেক

ভোটার আইডি কার্ড চেক

ওই ব্যক্তির জাতীয় পরিচয় পত্র টি যদি আসল হয় তাহলে জাতীয় পরিচয় পত্রের কিছু তথ্য (নাম, পিতার নাম, ছবি) সেখানে প্রদর্শিত হবে। আর যদি কোন তথ্য এডিট করা কিংবা ভুয়া তথ্য দেওয়া থাকে তাহলে আপনি কোন তথ্য দেখতে পাবেন না। এভাবে যে কোন জাতীয় পরিচয় পত্র আসল কিনা নকল তা যাচাই করতে পারবেন।

মোবাইলে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

বর্তমানে নতুন জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান অথবা ভোটার তথ্য অনুসন্ধান করা সহজতর হয়েছে। অনলাইনে যে কোনো মুহূর্তে ভোটার নম্বর কিংবা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড চেক করা যায়।

বিশেষ করে যারা নতুন জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান করার কথা ভাবছেন। তারা এখানে উল্লিখিত জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি দেখে দেখে খুব সহজেই আপনার ভোটার তথ্য অনুসন্ধান করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কোনো ফি পরিশোধ করতে হবে না।

অথবা আপনি যদি অন্য কোনো ব্যক্তির ভোটার আইডি কার্ড তথ্য যাচাই করতে চান তাহলে আপনি অনলাইনে ভোটার আইডি কার্ড যাচাই করতে পারেন।

অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই

এখন চাইলে যে কেউ তার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করতে পারবে। মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য ভুমি মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://ldtax.gov.bd এ ভিজিট করে নাগরিক কর্নারে গিয়ে ভোটার আইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে দেখে নিতে পারেন ওই জাতীয় পরিচয়পত্র টি আসল নাকি নকল;

যদি জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ ঠিক থাকে তাহলে আপনি ওই ব্যক্তির ছবিসহ ভোটার তথ্য দেখতে পাবেন। আর ভোটার নম্বর ও জন্ম তারিখ ভুল থাকলে আপনি কোন তথ্য দেখতে পাবেন না। তখন বুঝে নিবেন আসলে এটি নকল জাতীয় পরিচয়পত্র।

এর পদ্ধতি অবলম্বন করে আপনি যে কোন জাতীয় পরিচয় পত্রের তথ্য চেক করতে পারবেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি দেখুন।

কিছু প্রশ্নের উত্তরঃ

কিভাবে বুঝবেন আইডি কার্ড আসল নাকি নকল?

এখন অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই ও মোবাইলে ভোটার আইডি চেক করা যায়। আপনি চাইলে মুহূর্তের মধ্যেই যেকোনো ব্যক্তির আইডি কার্ড আসল নাকি নকল তা জানতে পারবেন।

এখানে আমরা আইডি চেক করার উপায় নিয়ে আলোচনা করেছি। উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে নিন যেকোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্র আসল নাকি নকল?

পরিশেষ

মোবাইলে ভোটার আইডি চেক করার নিয়ম নিয়ে আজকের আয়োজন এই পর্যন্তই। এখানে আমরা বিভিন্ন উপায়ে মোবাইলে ভোটার আইডি চেক করার নিয়ম ও জাতীয় পরিচয় পত্র যাচাই করার পদ্ধতি দেখিয়েছি।

আপনি চাইলে মোবাইলে ভোটার আইডি চেক করার নিয়ম দেখে দেখে যে কোন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান কিংবা NID Verification করতে পারেন।

আশা করছি আপনি পুরো প্রক্রিয়াটি ভালভাবে বুঝতে পেরেছেন। বিষয়টি নিয়ে আপনাদের মুল্যবান মতামত ও যেকোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *