অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম - NID Check Bangladesh

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম – NID Check Bangladesh

আজকের এই পোস্ট থেকে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম দেখে দেখে আপনি খুব সহজেই যে কোন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র যাচাই অথবা আপনার নিজের ভোটার আইডি কার্ড চেক (Smart NID card check) করতে পারেন।

এখন বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে অন্য ব্যক্তির জাতীয় পরিচয়পত্র যাচাই করার প্রয়োজন হয়। কিন্তু অনেকে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম না জানার কারনে অন্য কারো জাতীয় পরিচয়পত্র যাচাই করা তো দুরের কথা নিজের জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করতে পারে না।

তো চলুন আজকে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম সহ অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি জেনে নেই।

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম – NID Check Bangladesh

বর্তমানে জাতীয় পরিচয় পত্র চেক করার জন্য দুইটি পদ্ধতি অবলম্বন করা হয়।

  • অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি
  • মোবাইল অ্যাপের মাধ্যমে স্মার্ট কার্ড চেক

আপনি চাইলে এর মধ্যে যে কোন একটি উপায়কে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম হিসেবে ব্যবহার করতে পারেন।

নিচে জাতীয় পরিচয় পত্র চেক করার উপায় দুইটি বিস্তারিত আলোচনা করা হয়েছে।

অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি

অনলাইনে যেকোনো ব্যক্তির ছবিসহ জাতীয় পরিচয়পত্র যাচাই করার জন্য আপনাকে ভুমি মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখন আপনি হয়ত ভাবছেন, অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে ভুমি মন্ত্রনালয়ের ওয়েবসাইট ভিজিট করবো কেন?

আসলে idtax.gov.bd ওয়েবসাইট থেকে খুব সহজেই ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক করা যায়। যা অন্যান্য সকল ওয়েবসাইটে ভোটার আইডি কার্ড চেক করার থেকে কম সময় লাগে। এই ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড চেক করার জন্য আপনাকে কিছু তথ্য দেওয়া লাগবে।

জাতীয় পরিচয় পত্র যাচাই করতে কি কি লাগে?

অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই করতে আপনাকে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, আর একটি সচল ফোন নাম্বার লাগবে।

  • ভোটার আইডি কার্ড নাম্বারঃ ভোটার আইডি কার্ডে আপনি একটি সংখ্যা দেখতে পাবেন। এটি ১০,১৩ অথবা ১৭ ডিজিটের হতে পারে। এ সংখ্যাটিকে ভোটার আইডি কার্ডের নাম্বার বা জাতিয়ু পরিচয়পত্র নাম্বার বলা হয়ে থাকে। আইডি কার্ড চেক করার জন্য এই নাম্বারটির প্রয়োজন পড়বে।
  • জন্ম তারিখঃ ভোটার আইডি কার্ডের নাম্বারের পাশাপাশি আরেকটি যে তথ্যর প্রয়োজন হবে তা হলো জন্ম তারিখ। আইডি কার্ডেই আপনি জন্ম তারিখ লেখা পেয়ে যাবেন।
  • মোবাইল নাম্বারঃ ভোটার আইডি কার্ড চেক করার জন্য আপনাকে একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। জেতাতে OTP পাঠালে সেই OTP দিয়ে আপনি অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে পারেন।

এই তিনটি তথ্য জানা থাকলে আপনি সহজেই NID check করে নিতে পারবেন। এবার চলুন জেনে নেই ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম;

স্মার্ট কার্ড চেক করার নিয়ম- Smart Card Check

স্মার্ট কার্ড চেক করতে নিচের ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করুন।

idtax.gov.bd ওয়েবসাইট ভিজিট

  • নাম ও ছবি সহ জাতীয় পরিচয় পত্র চেক করতে প্রথমে ভুমি উন্নয়ন কর অফিসিয়াল ওয়েবসাইট https://ldtax.gov.bd/  ভিজিট করুন। এরপরে নিচের মতো একটি পেইজ ওপেন হবে।
ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৩
Idtax home page
  • এরপরে এখান থেকে বাম পাশের মেনুবার থেকে নাগরিক কর্নার বাটনটিতে ক্লিক করুন। এরপর আপনাকে নিচের ছবির মত নাগরিক নিবন্ধন একটি পেইজে নিয়ে যাওয়া হবে।
Idtax Register
  • এবার নাগরিক নিবন্ধন পেইজে প্রথমে আপনার মোবাইল নাম্বার প্রদান করুন।
  • তারপর ক্যাপচা কোডের মত একটি সহজ গানিতিক সমস্যা সমাধান করে পরবর্তী পদক্ষেপ অপশনে ক্লিক করুন।
OTP verification

আপনার মোবাইলের এসএমএস এর ছয় ডিজিটের OTP কোডটি এখানে প্রবেশ করে যাচাই করুন অপশনে প্রেস করুন।

OTP verification সম্পন্ন হলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে।

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৩
Password set

এখানে আপনি ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করুন এবং সংরক্ষণ করুন অপশনে ক্লিক করুন।

পরবর্তীতে যেকোনো সময় আপনি এই ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান অথবা জাতীয় পরিচয়পত্র যাচাই করতে আপনাকে এই পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

এরপর আপনাকে IDtax profile home page নিয়ে যাওয়া হবে। এখানে আপনি এরকম পেজ দেখতে পাবেন। পেজটির উপরের দিকে বামে এনআইডি ভেরিফাই করুন অপশনে ক্লিক করুন।

Idtax home Page

এই পেজে আসলে আপনাকে জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।

  • ১ম ঘরে আপনার কাছে থাকা জাতীয় পরিচয় পত্র নম্বর দিন।
  • এরপর জন্ম তারিখ প্রদান করুন।
  • সবশেষে যাচাই ও হালনাগাদ করুন বাটনে ক্লিক করুন।
ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৩
NID No & Date of Birth

সব তথ্য সঠিক থাকলে আপনার ছবিসহ ভোটার তথ্য দেখতে পাবেন। আর কোন তথ্য ভুল থাকলে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দেখতে পাবেন না।

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৩
NID Check Profile

মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে Google Play Store থেকে GD App download করে ইন্সটল ও setup করুন। তারপর রেজিস্টার পেইজে আপনার ভোটার আইডি নাম্বার এবং জন্ম তারিখ লিখে যাচাই করুন বাটনে চাপুন। এভাবে আপনি যেকোন NID Card Check করা যায়।

ভোটার আইডি কার্ড চেক করার চেক করার মাধ্যমে যে সকল তথ্য জানতে পারবেন

  • ভোটার আইডি ব্যক্তির নাম
  • ছবি
  • পিতা নাম
  • মাতার নাম
  • জন্ম তারিখ

আপনি চাইলে জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি অবলম্বন করে যেকোনো সময় ভোটার আইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে স্মার্ট আইডি কার্ড বের করতে পারবেন।

এ বিষয়ে আর পড়ুনঃ মোবাইলে ভোটার আইডি চেক করার নিয়ম

কিছু প্রশ্নের উত্তরঃ

এনআইডি কার্ড চেক করার উপায় কি?-nid check bangladesh

এনআইডি কার্ড চেক করার দুইটি উপায় রয়েছে।

  • অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি
  • মোবাইল অ্যাপের মাধ্যমে স্মার্ট কার্ড চেক

আপনি চাইলে এর মধ্যে যে কোন একটি নিয়ম অনুসরণ করে স্মার্ট কার্ড যাচাই করতে পারেন। উপরে উল্লিখিত ধাপগুলো দেখে দেখে আপনি মুহুরতের মধ্যেই স্মার্ট কার্ড যাচাই/ এনআইডি কার্ড চেক করতে পারেন।

পরিশেষ

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম নিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। আমরা এসএমএস এর মাধ্যমে এবং অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতিটি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন এবং এই পোস্টের ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম টি অনুসরণ করে খুব সহজেই আইডি কার্ড চেক করতে পারবেন।

পুরো বিষয়টি নিয়ে আপনার মুল্যবান মতামত অথবা যেকোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে কমেন্ট বক্সে জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *