অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন। নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম জেনে নিন

অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন। নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম জেনে নিন

বর্তমান সময়ে অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করা একটি সহজ প্রক্রিয়া। আপনি যদি নতুন ভোটার হতে চান তাহলে জেনে নিন নতুন ভোটার হতে কি কি লাগে? ও অনলাইনে নতুন ভোটারের জন্য আবেদন করার নিয়ম।

বিগত বছর ভোটার নিবন্ধন করার সময় ১৬ বছর পূর্ণ না হওয়া অথবা অন্য কোন কারনে ভোটার নিবন্ধন করতে পারেন নি? এখন ভোটার নিবন্ধন করার সুযোগ হচ্ছে না কারন নির্বাচন কমিশন বছরে একবার এলাকায় এলাকায় ভোটার নিবন্ধন করে। চিন্তার কোন বিষয় নেই। আপনি চাইলে অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আজকের এই পোস্টে আমরা অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করার নিয়ম আলোচনা করেছি। সেই সাথে আর ও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি তা হল নতুন ভোটার হতে কি কি লাগে?

এছাড়াও নতুন ভোটার হওয়ার জন্য আবেদন নিয়ে আপনাদের জিজ্ঞাসিত বেশ কিছু প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। সব মিলিয়ে আজকের পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল হতে যাচ্ছে। তাই অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করতে পোস্টটি মনোযোগ সহকারে পরুন।

নতুন ভোটার হওয়ার শর্ত

বাংলাদেশে নতুন জাতীয় পরিচয় পত্র আবেদন করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। আবেদন ফরম পূরণ করতে হলে আপনাকে নতুন ভোটার হওয়ার যোগ্য হতে হবে।

শর্তসমূহ নিম্নরুপঃ

  • বয়স ১৬ বছর বা তার বেশি হতে হবে
  • অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
  • আগে NID নিবন্ধন করেনি

অর্থাৎ নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে তার সাথে সাথে বয়স সর্বনিম্ন ১৬ বছর পূর্ণ হতে হবে। তবে আর একটি গুরুত্বপূর্ণ শর্ত হল আগের কোন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড থাকা যাবেনা।

অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করার নিয়ম

অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করতে প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://services.nidw.gov.bd/ এখানে ভিজিট করুন অথবা এই লিঙ্কে ক্লিক করুন।

এখানে আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ক্যাপচা কোড সঠিকভাবে পুরন করে একটি একাউন্ট রেজিস্টার করুন। আপনার মোবাইল নাম্বারে পাঠান OTP দিয়ে একাউন্ট রেজিস্টার সম্পন্ন করুন। এখন আপনার একাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করুন।

তারপর আপনার ব্যক্তিগত তথ্য, ঠিকানা ও অন্যান্য তথ্য দিয়ে ভোটার নিবন্ধন ফরম পূরণ করুন। এবার প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদনটি সাবমিট করুন।

নতুন ভোটার হওয়ার জন্য আবেদন সম্পন্ন হলে আবেদন কপিটি ডাউনলোড করুন। এখন আপনার আবেদন ফরমটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আপনার স্থানীয় নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন।

নির্বাচন অফিস আপনার আবেদন কপি এবং কাগজপত্র যাচাই-বাছাই করে দেখবে। সব তথ্য ঠিক থাকলে আপনাকে বায়োমেট্রিক এবং চোখের রেটিনা স্ক্যান করার জন্য ডাকা হবে। 

আপনার আবেদন ও প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ঠিক থাকলে বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর দুই (০২) সপ্তাহের মধ্যে আপনার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড তৈরি হয়ে যাবে।

 আপনার এনআইডি কার্ডটি অনুমোদন হলে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তখন অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

নতুন ভোটার হতে কি কি লাগে

জাতীয় পরিচয় পত্র আবেদন করতে বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়। তাছাড়া যেসব এলাকায় রোহিঙ্গারা বসবাস করে যেমন কক্সবাজার সেখানে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে গেলে অতিরিক্ত কিছু প্রমানপত্রের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে অতিরিক্ত কি কি কাগজপত্র লাগবে তা জেনে নিতে পারেন।

অনলাইনে নতুন ভোটারের জন্য আবেদন করুন বা অফিসে গিয়ে নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্ম নিবন্ধন সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, এবং বাবা ব্যতীত রক্তের সম্পর্ক আছে এমন ৩ জনের জাতীয় পরিচয়পত্রের কপি লাগে।

এছাড়াও ঠিকানা প্রমাণের জন্য বাসার Utility বিলের কপি/জমির দলিল/জমির খাজনা রশিদ/ বাসার Holding Tax রসিদ অথবা চেয়ারম্যান বা কমিশনারের প্রত্যয়ন পত্র লাগে।

এ বিষয়ে আরো পড়ুনঃ নতুন ভোটার হতে কি কি লাগে?

বিভিন্ন ডকুমেন্টে আমার ভিন্ন নাম ও বয়স আছে। এমতাবস্থায় কোনটা ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে?

নাম, জন্ম তারিখ বা বয়সের বিভিন্ন ডকুমেন্টে ভিন্নতা থাকলে সেক্ষেত্রে SSC বা সমমানের পরীক্ষার সনদে উল্লেখিত জন্ম তারিখ ও নাম অধিকতর গ্রহণীয়।

তবে ৫ম/৮ম সমাপনী পরীক্ষার সনদ ও গ্রহণযোগ্য হবে। আর যদি কারও লেখাপড়া না তবে জন্ম সনদ, পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েও আবেদন করা যাবে।

পরিশেষ

আপনাদের বহুল জিজ্ঞাসিত প্রশ্ন নতুন ভোটার হতে কি কি লাগে? ও অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করার নিয়ম নিয়ে ছিল আজকের এই পোস্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং পোস্ট টি পড়ার পরে আপনি খুব সহজেই অনলাইনে নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন।

পুরো বিষয়টি নিয়ে আপনার মুল্যবান মতামত অথবা কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন।

One Comment

  1. XrumerUtill says:

    Thanks for this informative post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *