জন্ম নিবন্ধন দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
যারা নতুন ভোটার হয়েছেন তাদের কিছু কমন প্রশ্ন হল জন্ম নিবন্ধন দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম কি? স্মার্ট কার্ড কিভাবে পাবো? স্মার্ট কার্ড কবে দিবে? আপনাদের এসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই আয়োজন।
আসলেই কি জন্ম নিবন্ধন দিয়ে কি ভোটার আইডি কার্ড বের করা যায়? এখানে আমরা জন্ম নিবন্ধন দিয়ে কি ভোটার আইডি কার্ড বের করার নিয়ম নিয়ে বিশদ আলোচনা করবো। এছাড়াও ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়মসহ আপনাদের জিজ্ঞাসিত বেশ কিছু প্রশ্নের সহজ সমাধান তুলে ধরেছি।
তো চলুন শুরু করা যাক।
জন্ম নিবন্ধন দিয়ে কি ভোটার আইডি কার্ড বের করা যায়?
না, জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র বা nid card download করা অথবা ভোটার আইডি কার্ড বের করা যায় না। অথবা, জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ভোটার আইডি নম্বর অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর জানারও কোন সুযোগ নেই।
তবে ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায়। আপনি চাইলে ভোটার নম্বর দিয়ে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায়?
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়মটি একেবারেই সহজ। আপনি যদি নতুন ভোটার নিবন্ধন করে থাকেন তাহলে আপনি ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম দেখে খুব সহজেই আপনার ভোটার নম্বর বের করা থেকে শুরু করে ভোটার আইডি কার্ড যাচাই ও ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
চলুন প্রক্রিয়াটাকে ধাপে ধাপে দেখে নেওয়া যাক।
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
- প্রথমে এই লিংকটি সার্চ করে https://services.nidw.gov.bd/nid-pub/voter-info ক্লিক করুন.
- ভোটার তথ্য পেজে যাওয়ার পরে একটি পেজ দেখতে পাবেন সেখানে একটি বক্সে জাতীয় পরিচয় পত্র / ফর্ম নাম্বার লেখা থাকবে সেই ঘরে আপনার ভোটার নাম্বারটি প্রদান করুন।
- এরপর জন্ম তারিখের ঘরে আপনার জন্ম তারিখ প্রদান করুন
- সবশেষে ক্যাপচা কোড পুরন করে সাবমিট অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার বিস্তারিত তথ্য দিয়ে বহাল অপশনে ক্লিক করে পরবর্তী পেইজে প্রবেশ করুন।
- আপনার একটি সচল মোবাইল নাম্বার দিয়ে OTP এর মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
- এখন ফেইস স্ক্যান করে ভেরিফিকেশন সম্পন্ন করে আপনার অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন করে ফেলুন।
- এবার আপনি চাইলে ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে পারেন অথবা এরিয়ে যেতে পারেন।
- এখন আপনার প্রোফাইল থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার এন আই ডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারেন।
হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড
আপনার ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে রিইস্যু করার সুযোগ আছে। আপনি চাইলে আপনার হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করে পুনরায় ব্যবহার করতে পারবেন।
সেক্ষেত্রে হারানো ভোটার আইডি কার্ড রিইস্যু করার জন্য হারানো আইডি কার্ড উত্তোলনের অনলাইন আবেদন করতে হবে। এরপর হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে ভোটার আইডি কার্ড রিইস্যু ফি পরিশোধ করতে হবে।
হারানো আইডি কার্ড বের করার নিয়ম
ভুলবশত ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলছেন? এখন পুরাতন ভোটার আইডি কার্ড বের করতে চাচ্ছেন। জেনে নিন হারানো আইডি কার্ড বের করার নিয়ম।
বর্তমানে অনলাইনে আবেদন করে আপনি খুব দ্রুত আপনার হারানো আইডি কার্ড বের করতে পারেন। এটি একটি সহজ ও দ্রুততম প্রক্রিয়া। আপনার হারানো আইডি কার্ড বের করার জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
- নিকটস্থ থানায় একটি জিডি (GD) করতে হবে
- হারানো আইডি কার্ড উত্তোলনের অনলাইন আবেদন করতে হবে
- আইডি কার্ড রি ইস্যু ফি পরিশোধ করতে হবে
- থানার জিডি (GD) কপি আপলোড করতে হবে
- সবশেষে আবেদনটি সাবমিট করুন।
মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
আপনাকে প্রথমে মোবাইলের এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি নাম্বার বা ভোটার আইডি নাম্বার বের করে নিতে হবে। এর জন্য আপনাকে ১০৫ নাম্বারে একটি এসএমএস পাঠাতে হবে। এসএমএস করার জন্য আপনার ফোন থেকে ৩.০০ টাকা চার্জ কাটা হবে।
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এই ফরম্যাটে এসএমএস টাইপ করুন
SC<space>F<space>নিবন্ধন স্লিপের ৮ সংখ্যার নাম্বার<space>D<space>৪ সংখ্যার জন্ম সাল ডাস (–)২ সংখার জন্ম তারিখ
মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
এবার এসএমএস টি পাঠিয়ে দিন 105 নাম্বারে।
উদাহরনঃ SC F 12345678 D 2001-25 Send to 105 Number
এখন আপনি 24-48 ঘন্টার মধ্যে একটি ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এবং আপনার নামসহ ভোটার তথ্য পেয়ে যাবেন।
আপনার ভোটার নাম/এনআইডি নম্বর পাওয়ার পরে nid.gov.bd এ ভিজিট করে আপনার ভোটার নম্বর জন্ম তারিখ দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে NID wallet app এর মাধ্যমে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন।