একদম সহজে (২মিনিটে) ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক (যাচাই) করার নিয়ম

একদম সহজে (২মিনিটে) ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক (যাচাই) করার নিয়ম

১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়মটি একেবারেই সহজ। আপনি চাইলে অল্প কয়েকটি ধাপ অনুসরণ করে খুব সহজেই যেকোনো ব্যক্তির ভোটার আইডি কার্ড চেক বা জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারেন।

এখানে আমরা ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়মটি তুলে ধরে এর ধাপগুলো বিস্তারিত আলোচনা করেছি। সেই সাথে স্মার্ট আইডি কার্ড বের করার নিয়ম ও জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান নিয়ে বেশ কিছু প্রশ্নের সহজ সমাধান দেওয়ার চেষ্টা করেছি।

যদি আপনি জাতীয় পরিচয় পত্র যাচাই করার বিষয়ে আগ্রহী হন তাহলে অন্য কোন ব্যক্তির ভোটার আইডি কার্ড চেক করা অথবা আপনার নিজের স্মার্ট আইডি কার্ড বের করার নিয়ম জানতে পুরো পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন।

অনলাইনে ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম

অনলাইনে জাতীয় পরিচয়পত্র চেক করা একটি সহজ প্রক্রিয়া। আপনি চাইলে মুহূর্তেই যেকোনো ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন হোক সেটা ১৭ কিংবা ১৩ অথবা ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র।

জাতীয় পরিচয় পত্র চেক করার জন্য প্রথমে idtax.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর এখান থেকে নাগরিক কর্নার অপশন সিলেক্ট করুন। এবার আপনাকে নাগরিক নিবন্ধন পেইজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নম্বর, এবং জন্ম তারিখ দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করে আপনার Nid Card Check করতে পারবেন।

এই ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তির ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। নাম ও ছবি সহ  জাতীয় পরিচয় পত্র চেক করার উপায়ঃ

অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি

অনলাইনে যেকোনো ব্যক্তির ছবিসহ জাতীয় পরিচয়পত্র যাচাই করার জন্য আপনাকে ভুমি মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখন আপনি হয়ত ভাবছেন, অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে ভুমি মন্ত্রনালয়ের ওয়েবসাইট ভিজিট করবো কেন?

আসলে idtax.gov.bd ওয়েবসাইট থেকে খুব সহজেই ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক করা যায়। এই ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড চেক করার জন্য আপনাকে কিছু তথ্য দেওয়া লাগবে।

জাতীয় পরিচয় পত্র যাচাই করতে কি কি লাগে?

অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই করতে আপনাকে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, আর একটি সচল ফোন নাম্বার লাগবে।

এক নজরে দেখে নিন জাতীয় পরিচয় পত্র যাচাই করতে কি কি লাগে?

  • একটি সচল মোবাইল নাম্বার
  • জাতীয় পরিচয়পত্র নম্বর (১০, ১৩ অথবা ১৭ ডিজিট)
  • জন্ম তারিখ (dd/mm/yy)

idtax.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন

  • নাম ও ছবি সহ জাতীয় পরিচয় পত্র চেক করতে প্রথমে ভুমি উন্নয়ন কর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এরপরে নিচের ওয়েবপেজের মতো একটি পেইজ ওপেন হবে।
ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৩
Idtax home page
  • এরপরে এখান থেকে বাম পাশের মেনুবার থেকে নাগরিক কর্নার বাটনটিতে ক্লিক করুন। এরপর আপনাকে নিচের ছবির মত নাগরিক নিবন্ধন একটি পেইজে নিয়ে যাওয়া হবে।
১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
Idtax Register

আপনার পূর্ববর্তী কোন একাউন্ট তৈরি করা থাকলে লগইন অপশনে ক্লিক করুন। আর যদি আপনি নতুন একাউন্ট তৈরি করতে চান, তাহলে এখানে আপনার মোবাইল নাম্বার প্রদান করুন এবং যোগফলটি নিচের বক্সে লিখুন।

একাউন্ট রেজিস্ট্রেশন

  • এবার নাগরিক নিবন্ধন পেইজে প্রথমে আপনার মোবাইল নাম্বারে পাঠানো ছয় ডিজিটের OTP কোডটি প্রদান করুন এবং যাচাই করুন অপশনে ক্লিক করুন।
OTP verification
  • এবার পাসওয়ার্ড সেটিং এর সময়। আপনার ইচ্ছেমত ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করুন এবং সংরক্ষন করুন অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনি একটি নন-ভেরিফাইড একাউন্ট হোম পেজ দেখতে পাবেন। যদি অটোমেটিক না আসে তাহলে আপনাকে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তাহলে এমন একটি পেজ দেখতে পাবেন।
১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম

এখান থেকে এনআইডি ভেরিফাই করুন অপশনে ক্লিক করুন। এবার আমাদের আসল কাজ শুরু এখন আমরা ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক করব।

জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি

এনআইডি ভেরিফাই করুন অপশনে ক্লিক করার পর আপনি এমন একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনার ১৭/১৩/১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র নাম্বার ও জন্ম তারিখ প্রবেশ করান এবং যাচাই ও হালনাগাদ করুন বাটনে ক্লিক করুন।

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৩
NID No & Date of Birth

আপনার দেওয়া এনআইডি নাম্বার ও জন্ম তারিখ সঠিক থাকলে আপনার প্রোফাইলে থেকে ছবিসহ ভোটার তথ্য দেখতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি
NID Check Profile

আর যদি কোন তথ্য ভুল থাকে অথবা এনআইডি কার্ড নকল হয় তাহলে কোন তথ্য দেখতে পারবেন না।

আপনি চাইলে ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়মটি অবলম্বন করে যেকোনো সময় মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে স্মার্ট আইডি কার্ড যাচাই করতে পারবেন।

এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড চেক

স্মার্ট কার্ড চেক করার জন্য আপনার মোবাইলের একটি এসএমএস ই যথেষ্ট। আপনি চাইলে এসএমএস এর মাধ্যমে আপনার স্মার্ট কার্ড চেক করা কিংবা আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস জানতে পারেন।

এক্ষেত্রে আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করতে হবে  SC < স্পেস> NID < স্পেস> ভোটার স্লিপ নম্বর বা আইডি কার্ড নাম্বার । তারপর পাঠিয়ে দিতে হবে ১০৫ নম্বরে। ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস জানানো হবে।

যারা অনলাইনে ঝামেলা থেকে এড়িয়ে গিয়ে মোবাইলের মাধ্যমে জানতে চান তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।  এই পদ্ধতিতে আপনার  স্মার্ট কার্ড নাম্বার এবং সেটা ডেলিভারি হয়েছে কিনা বা ডেলিভারি যদি না হয়ে থাকে তাহলে কবে ডেলিভারি হবে এবং আপনার স্মার্ট কার্ডের বর্তমান অবস্থান জানিয়ে দেয়া হবে

স্মার্ট আইডি কার্ড বের করার নিয়ম

আপনি যদি অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন। তাহলে ভুল ভাবছেন। অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করা সম্ভব না। কারন এনআইডি স্মার্ট কার্ডে একটি মাইক্রোচিপ বসানো থাকে যা অনলাইন থেকে ডাউনলোড করা সম্ভব না।

তবে হ্যা। আপনি চাইলে স্মার্ট আইডি কার্ড বের করার নিয়ম অনুসরণ করে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারেন।

কিছু প্রশ্নের উত্তরঃ

জাতীয় পরিচয়পত্র চেক করার উপায় কি?

জাতীয় পরিচয়পত্র চেক করার দুটি উপায় রয়েছে।

১. SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক

২. অনলাইনে ভোটার আইডি কার্ড চেক

এসএমএস এর মাধ্যমে এনআইডি কার্ড চেক করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন NID <স্পেস>Form No< স্পেস>DD-MM-YYYY তারপর 105 নাম্বারে মেসেজটি সেন্ড করুন।

কিছু সময়ের মধ্যে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার আইডি কার্ড প্রস্তুত হয়েছে কিনা ও আর আপনার আইডি কার্ড প্রস্তুত হলে আপনার ভোটার আইডি নাম্বার জানিয়ে দিবে।

জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান করার ওয়েবসাইট কোনটি?

অনলাইনে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার জন্য আমরা দুটি ওয়েবসাইট ব্যবহার করতে পারি।

  • https://services.nidw.gov.bd/nid-pub/
  • idtax.gov.bd

নতুন ভোটার আইডি কাড চেক করার নিয়ম কি?

নতুন ভোটার আইডি কার্ড চেক করার জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে https://services.nidw.gov.bd/nid-pub গিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে প্রোফাইল থেকে আপনার ভোটার তথ্য চেক করতে পারবেন।

দেখুনঃ নতুন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করা যায় কি?

অবশ্যই ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করা যায়। উপরে উল্লিখিত ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম দেখে দেখে যেকোনো ব্যক্তির ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।

পরিশেষ

১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়মটি দেখে দেখে আপনি যে কোন ব্যক্তির ভোটার আইডি কাড চেক করা অথবা নিজের জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান করতে পারবেন। আশা করছি পুরো বিষয়টি বুঝতে পেরছেন এবং এটি অনুসরণ করে আপনি খুব সহজেই জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন।

পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কিংবা যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে কিংবা আমাদের contact পেইজ এ জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *