অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে? এবং কি কি ডকুমেন্ট লাগে

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে? এবং কি কি ডকুমেন্ট লাগে

স্মার্ট আইডি কার্ডে নাম অথবা অন্যান্য তথ্য ভুল এসেছে? এখন ভোটার আইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন। জেনে নিন অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে?

আপনাদের মধ্যে অনেকেই অনলাইনে ভোটার আইডি কার্ড নাম সংশোধন কিংবা ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধনের কথা ভাবছেন। কিন্তু মাথায় একটি বিষয় ঘুরপাক খাচ্ছে যে অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে ও কি কি লাগে? কারন ভোটার আইডি কার্ড ছাড়া তো কোন জরুরী কাজ যেমন পাসপোর্ট করা, চাকরীর আবেদন করা, কিংবা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

আপনাদের বহুল জিজ্ঞাসিত এই প্রশ্নের উত্তর দিতে আজকের এই পোস্ট করা হল। এখানে আমরা আলোচনা করেছি অনলাইনে স্মার্ট কার্ড সংশোধনের কোন ক্যাটেগরিতে সংশোধন করতে কত দিন সময় লাগে এবং কোন ক্যাটেগরিতে কি কি সংশোধন করা যায়?

চলুন তাহলে আজকের আলোচনা দেখে নেওয়া যাকঃ

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে?

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে ক্যাটেগরিভেদে ৭ থেকে ৪৫ কর্মদিবস সময় লাগে। ”ক” ক্যাটাগরির সংশোধনে ৭ দিন, ”খ” ক্যাটাগরির সংশোধনে ১৫ দিন, “গ” ক্যাটাগরির সংশোধনে ৩০ দিন ও “ঘ” ক্যাটাগরির সংশোধনে প্রায় ৪৫ দিন সময় লাগতে পারে।

এবার নিচের ছক থেকে দেখে অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে (ক্যাটেগরিভেদে) এবং ক্যাটেগরিভেদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের নাম।

সংশোধন ক্যাটাগরিদ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকার্যদিবস
উপজেলা নির্বাচন অফিসার৭ দিন
জেলা নির্বাচন অফিসার১৫ দিন
আঞ্চলিক নির্বাচন অফিসার৩০ দিন
NID Wing এর মহাপরিচালক৪৫ দিন
অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন সময়

ভোটার আইডি কার্ড সংশোধনের ক্যাটাগরি

আপনি দেখলেন যে, ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিভিন্ন ক্যাটেগরির সংশোধনের জন্য আলাদা আলাদা সময় প্রয়োজন হয়। এখন কথা হচ্ছে কোন সংশোধনগুলো কোন ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে।

ভোটার আইডির “ক” ক্যাটাগরির সংশোধনসমূহ

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধনের সকল গুরুত্বপূর্ণ সংশোধনগুলো “ক” ক্যাটেগরির সংশোধনের মধ্যে অন্তর্ভুক্ত। এই ক্যাটেগরিতে ভোটার আইডি কার্ড নাম সংশোধন, অথবা জন্ম তারিখ (৩ বছর পর্যন্ত), লিঙ্গ পরিবর্তনসহ বিভিন্ন সংশোধন করা যায়।

“ক” ক্যাটেগরিতে স্মার্ট কার্ড সংশোধন করার জন্য প্রায় ৭ দিন সময় লাগে। তবে কার্যক্ষেত্রে বেশি দিন লাগতে পারে।

জেনে নিন “ক” ক্যাটেগরির সংশোধনসমূহঃ

  • নামের বানান সংশোধন
  • নামের আংশিক পরিবর্তন
  • বাংলা ও ইংরেজি নাম মিলকরণ
  • জন্ম তারিখ সংশোধন (৩ বছর পর্যন্ত)
  • লিঙ্গ পরিবর্তন
  • বৈবাহিক অবস্থা সংশোধন
  • ঠিকানা সংশোধন
  • রক্তের গ্রুপ সংশোধন
  • মোবাইল নম্বর পরিবর্তন

ভোটার আইডির “খ” ক্যাটাগরির সংশোধনসমূহ

জাতীয় পরিচয়পত্রে স্বামি/স্ত্রীর নাম পরিবর্তন, সংযোজন, ধর্ম পরিবর্তন ইত্যাদি গুরুত্বপূর্ণ সংশোধনসমূহ “খ” ক্যাটেগরির সংশোধনের মধ্যে অন্তর্ভুক্ত।

অনলাইনে স্মার্ট কার্ড সংশোধনের “খ” ক্যাটেগরির সংশোধন করার জন্য প্রায় ১৫ দিন সময় লাগে।

জেনে নিন “খ” ক্যাটেগরির সংশোধনসমূহঃ

  • স্বামী বা স্ত্রীর নাম সংযোজন/বিয়োজন
  • জন্ম তারিখ সংশোধন (৫ বছর পর্যন্ত)
  • শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন
  • ছবি, স্বাক্ষর, আঙ্গুলের ছাপ, আইরিশ আপডেট
  • অসমর্থতা/প্রতিবন্ধীতা
  • ধর্ম পরিবর্তন

ভোটার আইডির “গ” ক্যাটাগরির সংশোধন

ভোটার আইডি কার্ড নাম সংশোধন “গ” ক্যাটেগরির সংশোধনের মধ্যে অন্তর্ভুক্ত। এই ক্যাটেগরিতে ভোটার আইডি কার্ড নাম সংশোধন (সম্পূর্ণ ভাবে) অথবা জন্ম তারিখ (৫ বছরের বেশি) পরিবর্তন করা যায়।
“গ” ক্যাটেগরিতে অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য প্রায় ১ মাস (৩০ দিন) সময় লাগে।

জেনে নিন “গ” ক্যাটেগরির সংশোধনসমূহঃ

  • সম্পূর্ণ নাম পরিবর্তন- পাবলিক পরীক্ষার শিক্ষা সনদের ভিত্তিতে
  • জন্ম তারিখ সংশোধন (৫ বছরের বেশি)- (চাকরীর বয়স সীমা, মুক্তিযোদ্ধা, ভোটার যোগ্যতা, নির্বাচনে প্রার্থীর সীমা, বয়স্কভাতা অর্জনের বসয় সীমা ব্যতীত)

ভোটার আইডির “ঘ” ক্যাটাগরির সংশোধন

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন ক্যাটেগরির মধ্যে “ঘ” ক্যাটেগরির সংশোধনে সবচেয়ে বেশি দিন সময় লাগে। এই ক্যাটেগরিতে ভোটার আইডি কার্ড নাম সংশোধন (সম্পূর্ণ ভাবে) অথবা জন্ম তারিখ পরিবর্তন করা যায়।
এন আইডি কার্ডের সম্পূর্ণ নাম পরিবর্তন ও জন্ম তারিখ পরিবর্তন করার জন্য প্রায় ৪৫ দিন সময় লাগে।

জেনে নিন “ঘ” ক্যাটেগরির সংশোধনসমূহঃ

  • সম্পূর্ণ নাম পরিবর্তন- পাবলিক পরীক্ষার সনদ ছাড়া অন্যান্য প্রমাণের ভিত্তিতে
  • জন্ম তারিখ সংশোধন- (চাকরীর বয়স সীমা, মুক্তিযোদ্ধা, ভোটার যোগ্যতা, নির্বাচনে প্রার্থীর সীমা, বয়স্কভাতা অর্জনের বসয় সীমা সহ সকল ক্ষেত্রে)

বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তরঃ

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে?

উত্তরঃ অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে ক্যাটেগরিভেদে ৭ থেকে ৪৫ কর্মদিবস সময় লাগে। ”ক” ক্যাটাগরির সংশোধনে ৭ দিন, ”খ” ক্যাটাগরির সংশোধনে ১৫ দিন, “গ” ক্যাটাগরির সংশোধনে ৩০ দিন আর “ঘ” ক্যাটাগরির সংশোধনে প্রায় ৪৫ দিন সময় লাগতে পারে।

জাতীয় পরিচয় পত্র সংশোধনের ক্যাটগরি কয়টি?

উত্তরঃ জাতীয় পরিচয় পত্র সংশোধনের ক্যাটগরি ৪ টি, এগুলো হলো ক, খ, গ, ঘ ক্যাটাগরি।

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগবে?

উত্তরঃ অনলাইনে ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে ২৩০ টাকা ফি পরিশোধ করতে হয়। অন্যান্য তথ্য সংসধনের জন্য ১১৫ টাকা ফি পরিশোধ করতে হয়। নাম ও অন্যান্য তথ্য একসাথে সংশোধন করতে চাইলে ৩৪৫ টাকা পরিশোধ করতে হবে।

তবে দ্বিতীয় বার সংশোধনীর জন্য প্রতিবারে আইডি কার্ড রি-ইস্যু করার জন্য ৫৭৫ টাকা ফি হিসেবে পরিশোধ করতে হবে।

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে?

উত্তরঃ নিজের নাম অথবা নামের বানানে আংশিক পরিবর্তন করতে নিচের প্রমানপত্র/ডকুমেন্টগুলো প্রয়োজন হয়।

  • পিইসিই/ জেএসসি/ এসএসসি বা সমমান/ বা তদূর্ধ্ব যে কোন সনদ (উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রযোজ্য নয়)
  • জন্ম নিবন্ধন সনদ
  • পাসপোর্ট (যদি থাকে )
  •  ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে )
  • সন্তানদের পাবলিক পরীক্ষার সনদ (যদি থাকে )
  • সন্তানদের জাতীয় পরিচয়পত্র (যদি থাকে )
  • এমপিও/ সার্ভিস বইয়ের কপি (যদি থাকে )
  • বিবাহের কাবিন নামা (যদি থাকে )
  • (উল্লেখ্য, এখানে তালিকার ডকুমেন্টগুলো যে কোন এক বা একাধিক ডকুমেন্ট হলেই চলবে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *