Smart NID Card Status Check | দেখুন স্মার্ট কার্ড কবে পাবেন

Smart NID Card Status Check | দেখুন স্মার্ট কার্ড কবে পাবেন

আপনি কি স্মার্ট কার্ড পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে কি স্মার্ট কার্ড চেক করে দেখেছেন আপনার স্মার্ট কার্ড তৈরী হয়েছে কি না? হয়তো দেখেননি। কারণ স্মার্ট কার্ড চেক করার নিয়ম অনেকেই জানেন না।

তারা জানেই না কি কি উপায়ে Smart Card Check করা যায়, স্মার্ট কার্ড কিভাবে পাবো অথবা স্মার্ট কার্ড চেক করার নিয়ম কি? এ সকল বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই পোস্ট। কারণ স্মার্ট কার্ড নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে এবং এসকল বিষয়ে প্রায়শই প্রশ্ন করে। তাই বিস্তারিত ও সঠিক তথ্য জানতে পড়তে থাকুন।

স্মার্ট কার্ড চেক করার নিয়ম

বর্তমানে স্মার্ট কার্ড চেক করার দুইটি নিয়ম চালু রয়েছে। আপনি এর মধ্য থেকে যেকোনো একটি অবলম্বন করে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।

  1. অনলাইনে স্মার্ট কার্ড চেক-Smart Card Check Online
  2. এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড চেক

অনলাইনে স্মার্ট কার্ড চেক করার নিয়ম – Smart Card Check Online

অনলাইনে স্মার্ট কার্ড চেক করার জন্য নির্বাচন কমিশনের https://services.nidw.gov.bd/nid-pub/card-status লিংকে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন। আপনার দেওয়া তথ্য ঠিক থাকলে পরবর্তী পেইজে আপনার স্মার্ট কার্ড সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।

চলুন পুরো প্রক্রিয়াটাকে ধাপে ধাপে দেখে নেওয়া যাকঃ

নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড স্ট্যাটাস পেইজে ভিজিট

এখানে ক্লিক https://services.nidw.gov.bd/nid-pub/ করে নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড স্ট্যাটাস পেইজে প্রবেশ করুন। এরপর নিচের ছবির মত একটি পেজ দেখতে পাবেন।

স্মার্ট আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগইন

এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান

এখানে এনআইডি নাম্বার এর বক্সে আপনার ভোটার আইডি কার্ডের নম্বর ও জন্ম তারিখ প্রদান করুন। এরপর উপরের বক্সে থাকা ক্যাপচা কোড দেখে টাইপ করুন।

তারপর লগইন বাটনে ক্লিক করুন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক-Smart Card Status Check

আপনার দেওয়া ইনফরমেশন গুলো ঠিক থাকলে আপনি নতুন একটি ওয়েব পেজ দেখতে পাবেন। সেখানে নিচের ছবির মত আপনার স্মার্ট কার্ডের তথ্য এবং স্ট্যাটাস দেখতে পাবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন
smart card status check Online

স্মার্ট কার্ড স্ট্যাটাস এ ক্লিক করার পর আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখানো হবে। আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে থাকলে সেটি এখন কোথায় আছে এসব বিশয়ে সকল তথ্য জানতে পারবেন।

স্মার্ট কার্ড চেক করার নিয়ম
Smart card status

এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড চেক

স্মার্ট কার্ড চেক করার জন্য আপনার মোবাইলের একটি এসএমএস ই যথেষ্ট। আপনি চাইলে এসএমএস এর মাধ্যমে আপনার স্মার্ট কার্ড চেক করা কিংবা আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস জানতে পারেন।

এক্ষেত্রে আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন SC < স্পেস> NID < স্পেস> ভোটার স্লিপ নম্বর বা আইডি কার্ড নাম্বার । তারপর পাঠিয়ে দিন ১০৫ নম্বরে।

উদাহরণঃ SC NID 1234567890

কিছুক্ষনের মধ্যে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস জানিয়ে দিবে।

এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড চেক

যারা অনলাইনে ঝামেলা থেকে এড়িয়ে গিয়ে মোবাইলের মাধ্যমে জানতে চান তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।  এই পদ্ধতিতে আপনার  স্মার্ট কার্ড নাম্বার এবং সেটা ডেলিভারি হয়েছে কিনা বা ডেলিভারি যদি না হয়ে থাকে তাহলে কবে ডেলিভারি হবে এবং আপনার স্মার্ট কার্ডের বর্তমান অবস্থান জানিয়ে দেয়া হবে

যারা স্মার্ট কার্ড পাননি

নতুন ভোটার হয়েছেন এখন ও যারা স্মার্ট কার্ড পাননি তাদের সংখ্যা প্রায় ৫ কোটির ও বেশি৷ আমাদের দেশে মোট ভোটার সংখ্যা ৯ কোটির বেশি। এর মধ্যে সরকার গত কয়েক বছরে মাত্র ৪ কোটির বেশি নাগরিকদের স্মার্টকার্ড প্রদান করেছে।

প্রতি বছর আর ও নতুন ভোটার নিবন্ধন করার কারনে নির্বাচন কমিশন সকল ভোটারকে স্মার্ট কার্ড প্রদান করতে হিমশিম খাচ্ছে। চলতি বছরে সকল ভোটারকে স্মার্ট কার্ড প্রদান করার প্রতিশ্রুতি থাকলেও কিছু জটিলতার কারনে আরো কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন৷

তো এই হিসেবে বলা যায় ২০২৩ সালে যারা স্মার্ট কার্ড পাননি, তাদের স্মার্ট কার্ড হাতে পেতে আরো ২/১ বছর সময় লাগতে পারে।

স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাই

আপনি হয়ত জানেন যে, স্মার্ট আইডি কার্ডে একটি মেশিন রিড্যাবল মাইক্রোচিপ বসানো থাকে যেখানে আপনার ২৮ প্রকার ভোটার তথ্য সংরক্ষিত থাকে। এই চিপের মাধ্যমে যেকোনো প্রয়োজনে মেশিনের মাধ্যমে আপনার সকল তথ্য জানা সম্ভব হবে।

এবার আপনি ভাবুন তো অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করবেন কিভাবে? আসলে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায় না। অনলাইন থেকে যদি এন আইডি স্মার্ট কার্ড ডাউনলোড না করা যায় তাহলে ভাবছেন স্মার্ট কার্ড কিভাবে পাবো? জেনে নিন আপনার এই প্রশ্নের উত্তর।

স্মার্ট কার্ড কিভাবে পাবো?

আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস যদি রেডি থাকে এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে এসে থাকে। তাহলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাচন কমিশন অফিস কর্তৃপক্ষ তাদের ভোটার এলাকার বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে গণহারে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনি চাইলে ক্যাম্পেইন থেকে নিতে পারেন। আর যদি আপনি তার আগে বা পরে নিতে চান তাহলে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যোগাযোগ করে পারবেন। 

আপনার স্মার্ট কার্ডটি গ্রহণের সময় অবশ্যই পুরাতন পেপার লেমিনেটিং করা ভোটার আইডি কার্ড অনলাইন কপিটি জমা দেয়া লাগবে।

কিছু প্রশ্নের উত্তরঃ

ভোটার আইডি কাড চেক করার নিয়ম

বর্তমানে ভোটার আইডি কার্ড চেক অথবা ভোটার নাম্বার বের করার এটিই একমাত্র পদ্ধতি। এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কাড চেক করা।

এক্ষেত্রে ভোটার আইডি কাড চেক করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং পাঠিয়ে দিন 105 নম্বরে ।

উদাহরনঃ NID 12345678 07-07-2001

কিছুক্ষনের মধ্যে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড এর তথ্য জানিয়ে দেয়া হবে।

এ বিষয়ে আর ও পরুনঃ ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

স্মার্ট কার্ড না নিলে কি হবে?

স্মার্ট কার্ড না নিলে আইনি কোন ব্যবস্থা নেওয়া হবে না। তবে স্মার্ট কার্ডের যে সুবিধাগুলো আছে আপনি সেগুলো থেকে বঞ্চিত হবেন। তাই বাংলাদেশি প্রত্যেক নাগরিকের স্মার্ট কার্ড নেওয়া উচিৎ।

আপনি উপজেলা নির্বাচন অফিস থেকে গণবিতরনের/ক্যাম্পেইনের দিন নিতে না পারলে পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করে নিয়ে আসতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *