২ মিনিটে অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই | NID Card Verification 2024
আপনি কি অন্য কারো ভোটার আইডি কার্ড চেক করতে চান? সেটা আসল নাকি নকল এই চিন্তায় আছেন? জেনে নিন জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি এবং ভোটার তথ্য অনুসন্ধান করে বের করুন সেটা আসল নাকি নকল।
বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ভোটার আইডি কার্ড যাচাই করতে হয়। কিন্তু জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি না জানার কারনে অনেকেই স্মার্ট কার্ড চেক (NID Card Verification) করতে পারে না। ফলে তারা এতাও বুঝতে পারে না যে, ওই এনআইডি কার্ড টি আসল নাকি নকল।
এখানে আমরা জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেখানে NID Card Verification এর সকল নিয়ম তুলে ধরা হয়েছে। সেই সাথে প্রায়শই জিজ্ঞাসিত বেশ কিছু প্রশ্নের উত্তর সংযুক্ত করা হয়েছে। চলুন তাহলে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান ও যাচাই শুরু করা যাক।
জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি
স্মার্ট আইডি কার্ড যাচাই করা হোক অথবা সাময়িক জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়। বর্তমানে NID Check করার জন্য তিনটি পদ্ধতি ব্যবহার করা হয়।
- অনলাইনে ভোটার আইডি কার্ড যাচাই
- SMS এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই
- মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই
নিচে ভোটার আইডি কাড চেক করার তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।
অনলাইনে ভোটার আইডি কার্ড যাচাই – NID Check Bangladesh
অনলাইনে যেকোনো ব্যক্তির ছবিসহ জাতীয় পরিচয়পত্র যাচাই করার জন্য আপনাকে ভুমি মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইট idtax.gov.bd ভিজিট করতে হবে। এখন আপনি হয়ত ভাবছেন, অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে ভুমি মন্ত্রনালয়ের ওয়েবসাইট ভিজিট করবো কেন?
আসলে idtax.gov.bd ওয়েবসাইট থেকে খুব সহজেই ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক করা যায়। যা অন্যান্য সকল ওয়েবসাইটে ভোটার আইডি কার্ড চেক করার থেকে কম সময় লাগে।
নিচের ধাপগুলো অনুসরণ করে ছবিসহ ভোটার আইডি কার্ড যাচাই করুন।
idtax.gov.bd ওয়েবসাইট ভিজিট
- নাম ও ছবি সহ জাতীয় পরিচয় পত্র চেক করতে প্রথমে ভুমি উন্নয়ন কর অফিসিয়াল ওয়েবসাইট https://ldtax.gov.bd/ ভিজিট করুন। এরপরে নিচের মতো একটি পেইজ ওপেন হবে।
- এরপরে এখান থেকে বাম পাশের মেনুবার থেকে নাগরিক কর্নার বাটনটিতে ক্লিক করুন। এরপর আপনাকে নিচের ছবির মত নাগরিক নিবন্ধন একটি পেইজে নিয়ে যাওয়া হবে।
- এবার নাগরিক নিবন্ধন পেইজে প্রথমে আপনার মোবাইল নাম্বার প্রদান করুন।
- তারপর ক্যাপচা কোডের মত একটি সহজ গানিতিক সমস্যা সমাধান করে পরবর্তী পদক্ষেপ অপশনে ক্লিক করুন।
আপনার মোবাইলের এসএমএস এর ছয় ডিজিটের OTP কোডটি এখানে প্রবেশ করে যাচাই করুন অপশনে প্রেস করুন।
OTP verification সম্পন্ন হলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে।
এখানে আপনি ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করুন এবং সংরক্ষণ করুন অপশনে ক্লিক করুন।
পরবর্তীতে যেকোনো সময় আপনি এই ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান অথবা জাতীয় পরিচয়পত্র যাচাই করতে আপনাকে এই পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
এরপর আপনাকে IDtax profile home page নিয়ে যাওয়া হবে। এখানে আপনি এরকম পেজ দেখতে পাবেন। পেজটির উপরের দিকে বামে এনআইডি ভেরিফাই করুন অপশনে ক্লিক করুন।
এই পেজে আসলে আপনাকে জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।
- ১ম ঘরে আপনার কাছে থাকা জাতীয় পরিচয় পত্র নম্বর দিন।
- এরপর জন্ম তারিখ প্রদান করুন।
- সবশেষে যাচাই ও হালনাগাদ করুন বাটনে ক্লিক করুন।
সব তথ্য সঠিক থাকলে আপনার ছবিসহ ভোটার তথ্য দেখতে পাবেন। আর কোন তথ্য ভুল থাকলে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দেখতে পাবেন না।
সব তথ্য সঠিক থাকলে আপনার ছবিসহ ভোটার তথ্য দেখতে পাবেন। আর কোন তথ্য ভুল থাকলে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দেখতে পাবেন না। তখন আপনাকে বুঝতে হবে যে, এটি নকল ভোটার আইডি কার্ড।
SMS এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই
মোবাইলে SMS এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই বা ভোটার আইডি কার্ড চেক করার জন্য SMS টাইপ করুন- NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY
এবং পাঠিয়ে দিন 105 নম্বরে। কিছুক্ষনের মধ্যে ১০৫ থেকে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার জানিয়ে দিবে।
মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই
এখন চাইলে যেকোনো মুহূর্তে যে কেউ তার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে পারবে। মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য Google Play Store থেকে বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত Online GD নামক এন্ড্রোয়েড অ্যাপ টি ডাউনলোড করতে হবে।
ডাউনলোড প্রক্রিয়া শেষ করার পরে এটি Install ও Set-Up প্রক্রিয়া সম্পন্ন করুন।
এরপর ভোটার আইডি কার্ড নম্বর ও জন্ম তারিখ দিয়ে যে কোন জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে মোবাইলে ভোটার আইডি চেক করার নিয়ম দেখুন।
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
বর্তমানে নতুন জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান অথবা ভোটার তথ্য অনুসন্ধান করা সহজতর হয়েছে। অনলাইনে যে কোনো মুহূর্তে ভোটার নম্বর কিংবা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড চেক করা যায়।
বিশেষ করে যারা নতুন জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান করার কথা ভাবছেন। তারা উপরে উল্লিখিত জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি দেখে দেখে খুব সহজেই আপনার ভোটার তথ্য অনুসন্ধান করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কোনো ফি পরিশোধ করতে হবে না।
অথবা আপনি যদি অন্য কোনো ব্যক্তির ভোটার আইডি কার্ড তথ্য যাচাই করতে চান তাহলে আপনি অনলাইনে ভোটার আইডি কার্ড যাচাই করতে পারেন।
কিছু প্রশ্নের উত্তরঃ
কিভাবে জাতীয় পরিচয়পত্র যাচাই করব?
মোবাইলে SMS এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই বা ভোটার আইডি কার্ড চেক করার জন্য SMS টাইপ করুন- NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY
এবং পাঠিয়ে দিন 105 নম্বরে। কিছুক্ষনের মধ্যে ১০৫ থেকে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার জানিয়ে দিবে।
NID বলতে কি বুঝায়?
জাতীয় পরিচয় পত্র হল বাংলাদেশী নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক ডকুমেন্ট। লোকজন এটিকে সংক্ষেপে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড নামে জানে।
বাংলাদেশি প্রতিটি নাগরিক ১৬ বছর পূর্ণ হওয়ার পর নতুন ভোটার হিসেবে নিবন্ধন করতে পারে। প্রতি বছর বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন ভোটার তথ্য হালনাগাদ করে তথ্য নথিভুক্ত করণ ও আইডি কার্ড সরবরাহ করে থাকে।
How to Check NID Card Online Copy?
It’s very easy and simple to check NID card online copy. There are a few steps ahead to find out and check the NID Card.
আমরা এখানে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান বিষয়ে মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই ও এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড যাচাই করাড় নিয়ম নিয়ে আলোচনা করেছি।
উপরে উল্লিখিত জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি দেখে দেখে আপনি খুব সহজেই যেকোনো ব্যক্তির ভোটার আইডি কার্ড যাচাই করতে পারেন।