সহজে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার উপায় – Smart Card Status Check Online
অনলাইন থেকে খুব সহজেই smart card status check করা যায় কিন্তু এ বিষয়ে অনেকেই জানে না। তাই আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেন স্মার্ট কার্ড কিভাবে পাব? আমার স্মার্ট কার্ড এখন ও তৈরি হয়েছে কিনা কিংবা smart card status কিভাবে চেক করবো? যদি আমার স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকে তাহলে কি আমি অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবো?
আজ এই পোস্টের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব এবং smart card status check করার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই পোস্ট টি পড়ার পর আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড এখন ও তৈরি হয়েছে কি না এবং স্মার্ট কার্ড পাওয়ার জন্য কি কি করতে হবে?
স্মার্ট কার্ড কি?
এনআইডি স্মার্ট কার্ড একটি মেশিন রিডএবল কার্ড যার উপর একটি চিপ বসানো থাকে। এই চিপের তথ্য ধারণক্ষমতা ২৫৬ কিলো বাইট যেখানে আপনার সকল তথ্য সংরক্ষিত আছে।
ডিজিটাল স্মার্ট কার্ডের প্রধান বৈশিষ্ট্য হল এতে থাকা মাইক্রোচিপ, যা একজন নাগরিকের ছবি, নাম,পরিচয় এবং বায়োমেট্রিক তথ্য সহ ৩২ প্রকার সিটিজেন ডাটা/ নাগরিক তথ্য সংরক্ষণ করতে সক্ষম। এই স্মার্ট এনআইডি কার্ড হল আপনার বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ।
বাংলাদেশে মূলত ২০১৬ সালে ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে EVM (Electronic Voting Machine) ভোটার মেশিন দ্বারা ভোট গ্রহণের জন্য NID স্মার্ট কার্ড কার্যক্রম শুরু করা হয়। Bangladesh National Identity Registration Wing (NIDW) – স্মার্ট কার্ড প্রদান করে থাকে।
কিন্তু বাংলাদেশে প্রায় ষোল কোটি জনগণ, সবাই তো এখন ও স্মার্ট ভোটার আইডি কার্ড পান নি। অনেকে হয়ত নতুন ভোটার হয়েছেন এখনো তাদের NID Smart Card হাতে পান নি। অথবা ২০১৯ এর আগের ভোটার কিন্তু স্মার্ট কার্ড নেন নি। আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা বা স্মার্ট আইডি কার্ড কখন পাবেন তা চেক করতে পারবেন অনলাইনেই।
অনলাইনে এখন এক্ক মুহূর্তের মধ্যেই আপনি Smart NID Card Status Check করতে পারেন। চলুন দেখে নেই কিভাবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবেন এবং অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড করবেন।
এছাড়া ও মোবাইলের SMS দিয়ে স্মার্ট কার্ড চেক করতে পারবেন। জেনে নিন কিভাবে মোবাইলে SMS দিয়ে Smart Card Check করবেন।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক-Smart Card Status Check Online
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার একাধিক উপায় রয়েছে। টার মধ্যে অনলাইনে স্মার্ট কার্ড চেক করা একটি সহজতর প্রক্রিয়া। অনলাইনে আপনি মুহূর্তের মধ্যেই জেনে নিতে পারবেন স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা এবং স্মার্ট কার্ড কবে পাবো?
আপনার এন আই ডি স্মার্ট কার্ড চেক করার জন্য এটি গুগলে https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ সার্চ করে ক্লিক করুন অথবা nidw.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে smart card status অপশন এ গিয়ে চেক করতে পারেন । এরপর আপনার NID নম্বর বা ফরম নম্বর এবং জন্ম তারিখ লিখুন। তারপর ক্যাপচা কোডটি পূরণ করে Submit বাটনে ক্লিক করলে আপনার Smart Card Status জানতে পারবেন।
Online Smart Card Status Check করার সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হলো:
- ভিজিট করুন- services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে;
- NID নম্বর লিখুন বা Form Number লিখুন;
- জন্ম তারিখ লিখুন;
- ছবিতে থাকা ক্যাপচা কোডটি নিচের ঘরে লিখুন;
- এখন সাবমিট বাটনে ক্লিক করে স্মার্ট কার্ড স্ট্যাটাস জানতে পারবেন।
SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার একটি শর্টকার্ট উপায় হচ্ছে মোবাইলের SMS এর মাধ্যমে NID Card check করা। মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র স্ট্যাটাস জানার জন্য মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন SC <space> NID <space> NID কার্ডের নাম্বার এবং মেসেজটি পাঠাতে হবে 105 এই নাম্বারে।
উদাহরণঃ SC NID 1234567890 এবং Send করুন 105 নম্বরে
এছাড়া স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার আরেকটি উপায় হচ্ছে ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা। এক্ষেত্রে আপনাকে নিচের এসএমএস ফরমেটটি অনুসরন করে একটি এসএমএস লিখে ১০৫ নম্বরে পাঠাতে করতে হবে।
ফরম নাম্বার বা ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস জানার জন্য মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC <space> F <space> ফরম নাম্বার <space> জন্ম তারিখ লিখে 105 নাম্বারে পাঠাতে হবে।
ফরমেটঃ SC <space> F <space> ফরম নাম্বার <space> জন্ম তারিখ উদাহরণঃ SC F 5698547589 22-02-1998
অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড
আপনারা হয়ত অনেকেই জানেন যে, NID Smart Card একটি মেশিন রিডএবল কার্ড এবং এর উপর একটি সিলিকন মেমোরি চিপ বসানো থাকে। Smart Card এ চিপটির তথ্য ধারণ ক্ষমতা ২৫৬ কিলোবাইট। তাহলে এবার একটু ভাবুন তো এমন একটি সিলিকন চিপ সহ স্মার্ট কার্ড কি অনলাইন থেকে ডাউনলোড করা সম্ভব?
জানি উত্তর হিসেবে আপনারা বলছেন “এটা তো সম্ভব না”। আসলে অনলাইন থেকে Smart NID Card Download করা যায় না এবং এটাই আসল তথ্য। এখন হয়ত ভাবছেন তাহলে কি আমরা এন আইডি কার্ড পাব না? অথবা স্মার্ট কার্ড কিভাবে পাবো?
আসলে মজার ব্যাপার হচ্ছে অনলাইন থেকে সাময়িক জাতীয় পরিচয়পত্র বা Smart NID Card এর অনুলিপি ডাউনলোড করা যায়। যেখানে ১০ সংখ্যার স্মার্ট এন আই ডি নম্বর লেখা থাকে। এই সাময়িক জাতীয় পরিচয়পত্র বা NID Card Download করে প্রিন্ট করে লেমিনেটিং করে নিয়ে কাজ চালাতে হয়।
আগে আপনার স্মার্ট আইডি কার্ড স্ট্যাটাস চেক করে দেখে নিন সেতি প্রস্তুত হয়েছে কিনা। প্রস্তুত হয়ে থাকলে সেটা কথায় আছে বা কোন উপজেলা নির্বাচন অফিসে আছে তা জানতে পারবেন। এরপর আপনি Smart NID Card গ্রহণ করতে চাইলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।
ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড চেক
তারপর ফিরতি মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার Smart NID card এর বর্তমান অবস্থা সম্পর্কে। ফিরতি এসএমএস সাধারণত অল্প সময়ের মধ্যেই পাঠান হয়। তবে সার্ভার জ্যাম থাকার কারনে মাঝে মাঝে ২৪-৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। তাই এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই।
পুরাতন ভোটারদের স্মার্ট কার্ড কিভাবে পাবেন
২০১৯ সালের আগে ভোটার হয়েছেন কিন্তু এখন ও যারা স্মার্ট কার্ড পাননি, জেনে নিন পুরাতন ভোটারদের স্মার্ট কার্ড পাওয়ার পদ্ধতি কি?
পুরাতন ভোটার যারা স্মার্ট কার্ড পাননি তাদের দুশ্চিন্তা করার কিছু নেই। আপনাদেরকে দ্রুততম সময়ের মধ্যে স্মার্ট কার্ড দেওয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে সব ব্যবস্থ্যা করা আছে।
আপনাদেরকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে স্মার্ট কার্ডের জন্য আবেদন করে নিরধারিত ফী পরিশোধ করতে হবে। আপনার পুরাতন পরিচয়পত্র জমা দিয়ে ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিতে হবে। এরপরই আপনাদের স্মার্ট কার্ড প্রিন্টের জন্য প্রস্তুত হবে।
পুরাতন ভোটার যারা স্মার্ট কার্ড পাননি, তাদের স্মার্ট কার্ড নেওয়ার জন্য নিচের পদক্ষেপগুলো অবলম্বন করে স্মার্ট কার্ড নিতে পারেন।
- আপনার পুরাতন আইডি কার্ডের ফটোকপি ও সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যান।
- অফিস কর্মকর্তার থেকে সেই ফটোকপিতে স্বাক্ষর ও নির্বাচন অফিস থেকে দেওয়া আরো কিছু কাগজপত্র নিয়ে ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যেতে হবে।
- তারপর সেখানে আপনার বায়োমেট্রিক ও অন্যান্য তথ্য যাচাইয়ের পর স্লিপ প্রদান করা হবে।
- এবার পুনরায় নিজ উপজেলা নির্বাচন অফিসে সেই স্লিপ টি জমা দিতে হবে।
তারপর স্মার্ট কার্ড তৈরি সম্পন্ন হলে আপনার স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।
FAQ’s
স্মার্ট কার্ড কবে পাবো?
Ans: বাংলাদেশ নির্বাচন কমিশন এর Bangladesh National Identity Registration Wing (NIDW) পক্ষ থেকে ভোটার তথ্য দেওয়ার পর হতে ১-২ বছর সময় পরে স্মার্ট কার্ড প্রদান করা হয়। আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা জেনে নিন। তৈরি হলে তা কোথায় আছে সেখানে উল্লেখ করা থাকবে।
বর্তমানে স্মার্ট কার্ড একটি ব্যয়বহুল প্রকল্প হওয়ায় এখন ও প্রায় সাড়ে সাত কোটি ভোটারকে স্মার্ট কার্ড প্রদান করা সম্ভব হচ্ছে না। তাছাড়া পুরাতন ভোটার যারা স্মার্ট কার্ড পাননি তাদেরকে স্মার্ট কার্ড দেওয়ার জন্য আবার বায়োমেট্রিক তথ্য দিতে হবে। তাই স্মার্ট কার্ড প্রদান করতে একটু সময় লাগছে।
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করবো কিভাবে?
Ans: মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র স্ট্যাটাস জানার জন্য মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন SC <space> NID <space> NID কার্ডের নাম্বার এবং মেসেজটি পাঠাতে হবে 105 এই নাম্বারে।
উদাহরণঃ SC NID 1234567890 এবং Send করুন 105 নম্বরে
তারপর ফিরতি মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার Smart NID card এর বর্তমান অবস্থা সম্পর্কে। ফিরতি এসএমএস সাধারণত অল্প সময়ের মধ্যেই পাঠান হয়। তবে সার্ভার জ্যাম থাকার কারনে মাঝে মাঝে ২৪-৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। তাই নিদ্ কার্ড নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই।
এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড করবো কিভাবে?
Ans: আসলে অনলাইন থেকে Smart NID Card Download করা যায় না। অনলাইন থেকে সাময়িক জাতীয় পরিচয়পত্র বা Smart NID Card এর অনুলিপি ডাউনলোড করা যায়। যেখানে ১০ সংখ্যার স্মার্ট এন আই ডি নম্বর লেখা থাকে। এই সাময়িক জাতীয় পরিচয়পত্র বা NID Card Download করে প্রিন্ট করে লেমিনেটিং করে নিয়ে কাজ চালাতে হয়।