স্মার্ট কার্ড কিভাবে পাবো? স্মার্ট কার্ড ডাউনলোড করুন একদম সহজ উপায়ে

স্মার্ট কার্ড কিভাবে পাবো? স্মার্ট কার্ড ডাউনলোড করুন একদম সহজ উপায়ে

নতুন ভোটার হয়েছেন, যারা স্মার্ট কার্ড পাননি তাদের মনে এখন একটাই কথা স্মার্ট কার্ড কিভাবে পাবো? স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাই, কিভাবে স্মার্ট কার্ড পাওয়া যাবে?

আপনি ও যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে এই পোস্ট টি আপনার জন্য মুল্যবান পোস্ট হতে যাচ্ছে। এখানে আমরা আলোচনা করেছি কিভাবে স্মার্ট কার্ড পাওয়া যাবে? এবং স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম সহ স্মার্ট কার্ড ডাউনলোড করার সহজ উপায়। এছাড়াও আপনাদের জিজ্ঞাসিত বেশ কিছু প্রশ্নের সহজ সমাধান তুলে ধরা হয়েছে।

যারা স্মার্ট কার্ড পাননি, তারা ভোটার আইডি ডাউনলোড করতে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

স্মার্ট কার্ড কিভাবে পাবো?

আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস যদি রেডি থাকে এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে এসে থাকে। তাহলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে বিতরণ করা হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস কর্তৃপক্ষ তাদের ভোটার এলাকার বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে গণহারে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনি চাইলে তখন নিতে পারেন। আর যদি আপনি তার আগে বা পরে নিতে চান তাহলে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে জগাজগ করে পারবেন। 

আপনার স্মার্ট কার্ডটি গ্রহণের সময় অবশ্যই পুরাতন পেপার লেমিনেটিং করা ভোটার আইডি কার্ড অনলাইন কপিটি জমা দেয়া লাগবে।

স্মার্ট কার্ড চেক করার নিয়ম-Smart Card Check

স্মার্ট কার্ড চেক করার তিনটি নিয়ম রয়েছে।

  • অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করা
  • এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক করা
  • অফিসে গিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস জানা

আপনি চাইলে এর যেকোনো একটি উপায়ে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন- Online Smart Card Status Check

অনলাইনে স্মার্ট কার্ড চেক করা অন্যান্য সকল পদ্ধতির চেয়ে একটি সহজতর প্রক্রিয়া। আপনি চাইলে ঘরে বসে মুহূর্তের মধ্যেই জেনে নিতে পারবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা এবং স্মার্ট কার্ড কবে পাবো?

আপনার এন আই ডি স্মার্ট কার্ড চেক করার জন্য এখানে ক্লিক করুন অথবা nidw.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে smart card status অপশন এ গিয়ে চেক করতে পারেন ।

Online Smart Card Status Check করার সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হলো

  1. ভিজিট করুন- services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে;
  2. নিচে স্ক্রল করলে লগইন অপশন দেখতে পাবেন ওখানে আপনার NID নম্বর / Form Number লিখুন;
  3. জন্ম তারিখ লিখুন;
  4. ছবিতে থাকা ক্যাপচা কোডটি নিচের ঘরে লিখুন;
  5. এখন লগইন বাটনে ক্লিক করুন;
স্মার্ট আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

লগইন করার পর আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন। যেটা আসলে আপনার জাতীয় পরিচয়পত্রের প্রোফাইল।

এখানে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস অপশনে ক্লিক করে দেখে নিন আপনার স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা? অথবা রেডি হয়ে থাকলে এখন সেটি কোথায় আছে তা জানতে পারবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন
smart card status check Online

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার একটি শর্টকার্ট উপায় হচ্ছে মোবাইলের SMS এর মাধ্যমে NID Card check করা। মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র স্ট্যাটাস জানার জন্য মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন SC <space> NID <space> NID কার্ডের নাম্বার এবং মেসেজটি পাঠাতে হবে 105 এই নাম্বারে।

উদাহরণঃ SC NID 1234567890 এবং Send করুন 105 নম্বরে

এছাড়া স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার আরেকটি উপায় হচ্ছে ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা। এক্ষেত্রে আপনাকে নিচের এসএমএস ফরমেটটি অনুসরন করে একটি এসএমএস লিখে ১০৫ নম্বরে পাঠাতে করতে হবে।

ফরম নাম্বার বা ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস জানার জন্য মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC <space> F <space> ফরম নাম্বার <space> জন্ম তারিখ লিখে 105 নাম্বারে পাঠাতে হবে।

উদাহরণঃ SC F 5698547589 22-02-1998

স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাই | স্মার্ট কার্ড কিভাবে পাবো?

আপনি হয়ত জানেন যে, স্মার্ট আইডি কার্ডে একটি মেশিন রিড্যাবল মাইক্রচিপ বসানো থাকে যেখানে আপনার ২৮ প্রকার ভোটার তথ্য সংরক্ষিত থাকে। এই চিপের মাধ্যমে যেকোনো প্রয়োজনে মেশিনের মাধ্যমে আপনার সকল তথ্য জানা যাবে।

এবার আপনি ভাবুন তো অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করবেন কিভাবে? আসলে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায় না। অনলাইন থেকে যদি এন আইডি স্মার্ট কার্ড ডাউনলোড না করা যায় তাহলে ভাবছেন স্মার্ট কার্ড কিভাবে পাবো?

চিন্তা করবেন না, অবশ্যই স্মার্ট কার্ড পাওয়ার উপায় রয়েছে। স্মার্ট এনআইডি কার্ড আপনার এলাকায় নিকটস্থ উপজেলা নির্বাচন অফিস থেকে সরবরাহ করা হবে।

তবে আপনি চাইলে এখন ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করার নিয়ম

ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করুন

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট http://www.nidw.gov.bd/ এ প্রবেশ করুন অথবা সরাসরি এই লিংকে ভিজিট করুন।

এরপর নিচের ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করুন।

  • নির্দিষ্ট বক্সে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর/ ফরম নম্বর এবং জন্ম তারিখ লিখুন;
  • চিত্রে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে সাবমিট করুন;
  • আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করুন;
  • এরপর মোবাইল নাম্বার দেখতে পাবেন। সেখানের ’বার্তা পাঠান’ অপশনে ক্লিক করুন এবং OTP ফিল আপ করে OK করুন;
  • এবার Google Play Store থেকে NID Wallet App টি download ও install করে QR কোডটি Scan করুন;
  • তাদের দেখানো নির্দেশনা মোতাবেক ফেইস ভেরিফিকেশন সম্পন্ন করুন;
  • এবার আপনার NID একাউন্টের Username ও Password set করুন এবং আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করুন;
  • সবশেষে আপনার Username ও Password দিয়ে লগইন করার পর আপনার প্রোফাইলের নিচের দিকে ডাউনলোড অপশন দেখতে পাবেন।
  • ডাউনলোড/download বাটনে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করুন।
টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
NID Card Online Copy Download

এ বিষয়ে আরও বিস্তারিত পড়ুনঃ ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করুন

পরিশেষ

স্মার্ট কার্ড বিষয়ক আজকের আলোচনা এই পর্যন্তই। এতদিন যারা চিন্তা করছিলেন স্মার্ট কার্ড কিভাবে পাবো? আশা করছি তারা সঠিক উত্তর পেয়ে গেছেন। এছাড়াও আমরা স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়মসহ ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করার নিয়ম নিয়ে আলোচনা করেছি।

আপনারা চাইলে ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন। পুরো বিষয় নিয়ে কোন মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *