টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম জেনে নিন ১ মিনিটে

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম জেনে নিন ১ মিনিটে

নতুন ভোটার হয়েছেন? এখন ও যারা স্মার্ট কার্ড পান নি, জেনে নিন টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম। এ বছর যারা নতুন ভোটার হয়েছেন তাদের মধ্যে অনেকেই এখন ও স্মার্ট আইডি কার্ড হাতে পান নি। গত কয়েক বছরের তুলনায় এ বছর নতুন ভোটারের সংখ্যা বেশি হওয়ায় নির্বাচন কমিশন সবার আইডি কার্ড প্রস্তুত করতে হিমশিম খাচ্ছে। তাই এখন তারা স্মার্ট আইডি কার্ডের অনলাইন কপি সরবরাহ করছে।

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

আপনি চাইলে যে কোন মুহূর্তে আপনার টোকেন নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে পারেন। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম দেখে দেখে খুব সহজেই আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুনঃ মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম

নিবন্ধন স্লিপ দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

আপনি যেহেতু নতুন ভোটার হয়েছেন তাই হয়ত ন্যাশনাল আইডি কার্ড সার্ভিস nidw.gov.bd ওয়েবসাইট এ আগে অ্যাকাউন্ট তৈরি করেন নি তাহলে আপনাকে এই ধাপগুলো অনুসরণ করে ভোটার নম্বর দিয়ে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড অথবা জন্ম তারিখ দিয়ে ভোটার আইডি বের করতে হবে।

  • নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট

ভোটার আইডি কার্ড একাউন্ট রেজিস্টার করার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে আপনারা সরাসরি এই লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন অথবা গুগল থেকে nid bd লিখে সার্চ করে প্রথম পাতায় নির্বাচন কমিশনের ওয়েবসাই https://services.nidw.gov.bd/nid-pub/ প্রবেশ করতে পারেন।

  • রেজিস্টার বাটনে ক্লিক করুন

নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি এই ওয়েবপেইজে লগইন এবং রেজিস্টার নামে দুইটা অপশন দেখতে পাবেন। যেহেতু আপনার আগের একাউন্ট নেই তাই এখান থেকে আপনার এন আই ডি একাউন্ট রেজিস্টার করার জন্য রেজিস্টার / Register অপশনে ক্লিক করুন।

Register to NID.gov.bd
Registration for NID card download
  • ভোটার স্লিপ নাম্বার এবং জন্মতারিখ

রেজিস্টার পেইজে আসার পরে আপনি দুটো ইনফরমেশন বক্স দেখতে পাবেন। একটি অপশনে আপনার ভোটার নাম্বার / স্লিপ নাম্বার এবং অন্যটিতে আপনার জন্ম তারিখ প্রদান করতে হবে।

এখানে আপনার ভোটার স্লিপ এ থাকা ৮/৯ সংখ্যার নাম্বার আর আপনার জন্ম তারিখ উলেখ করুন।

 

NID Card Download with Token
টোকেন নাম্বার ও জন্ম তারিখ
  • ক্যাপচা কোড এন্ট্রি

উপরের ক্যাপচা কোডে দেখানো সংখ্যা দেখে নিচের বক্সটিতে টাইপ করুন। এবার “সাবমিট” অপশন ক্লিক করুন।

Captcha code entry for NID account Registration
  • স্থায়ী ও বর্তমান ঠিকানা

একাউন্ট রেজিস্ট্রারের দ্বিতীয় ধাপ হলো আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা উল্লেখ করা। আপনার ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য এটি গুরুত্বপূর্ণ ধাপ।

তাই আপনার এনআইডি অ্যাকাউন্ট তৈরি করার জন্য অবশ্যই আপনাকে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। তারপর আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন।

জাতীয় পরিচয়পত্রের ঠিকানা
Your Permanent and Present Address
  • এসএমএস ভেরিফিকেশন

ভোটার স্লিপ দিয়ে অনলাইন কপি ডাউনলোড করার তৃতীয় ধাপ হলো মোবাইল এসএমএস ভেরিফিকেশন। আপনি নতুন ভোটার নিবন্ধন করার সময় যে মোবাইল নাম্বার টি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেখতে পাবেন।

আপনি চাইলে নাম্বার পরিবর্তন করুন /change number অপশনে ক্লিক করে অন্য মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন।

NID Card Download with Token

এখন “ বার্তা পাঠান” অপশনে ক্লিক করুন।

  • OTP নিশ্চিতকরণ

এরপর আপনার মোবাইল নাম্বারে যাওয়া এসএমএস থেকে কোডটি এন্ট্রি করে এসএমএস ভেরিফিকেশন সম্পন্ন করুন।

NID Card Download with Token
OTP নিশ্চিতকরণ
  • ফেইস ভেরিফিকেশন

এনআইডি একাউন্ট রেজিস্টার এর চতুর্থ আর বিরক্তিকর ধাপ হল ফেস ভেরিফিকেশন। আপনি চাইলেও এই বিরক্তিকর ধাপকে এড়িয়ে যেতে পারেন না কেননা ফেইস ভেরিফিকেশন ছাড়া কোন ভাবেই আপনি একাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে না।

এখানে ফেইস ভেরিফিকেশন করার জন্য পেইজে একটি QR Code সম্বলিত ছবি দেখতে পাবেন।

NID Wallet QR code Scan
QR Scan

এই QR কোডটি স্ক্যান করার জন্য  Google Play Store থেকে NID wallet অ্যাপটি ডাউনলোড করে install করুন। এরপর পেজের QR কোডটি স্ক্যান করুন

Face verification for NID download
Face verification for NID card download

এবং দেখানো নিয়ম অনুযায়ী আপনার চেহারা স্ক্যান করুন। 

এই স্টেপ সম্পন্ন করার জন্য আপনি অন্য কোন ডিভাইস দিয়ে করতে পারেন অথবা আপনি ব্রাউজারকে মিনিমাইজ করে NID Wallet অ্যাপ ওপেন করে কাজ চালিয়ে যেতে পারেন।

  • ইউজার নেম ও পাসওয়ার্ড সেট

অ্যাকাউন্ট রেজিস্টার এর সর্বশেষ ধাপ হল ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করা। আপনার ফেস ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনাকে একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড সেট করতে হবে।

NID Profile Password Setting

পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট এ লগইন করার জন্য অথবা পরবর্তীতে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে।

  • ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

অ্যাকাউন্ট এ পাসওয়ার্ড সেট হয়ে গেলে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। আপনার অ্যাকাউন্ট এ লগ-ইন সম্পন্ন হলে আপনার বিস্তারিত প্রোফাইল ওপেন হবে। সেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি এবং আপনার বিস্তারিত ভোটার তথ্য দেখতে পাবেন।

NID Card Download
NID Card Online copy Download

এখানে ডাউনলোড ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি দেখতে পাবেন।

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
NID Card Online Copy Download

এই হল আপনার NID Card বা ভোটার আইডি কার্ড। এবার আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে উপরে ডাউনলোড অপশনে ক্লিক করুন। অল্প কিছুক্ষনের মধ্যেই ভোটার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।

পরিশেষ

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি আপনারা পুরো বিষয়টি বুঝেছেন এবং ধাপগুলো অনুসরণ করে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পেরেছেন।

উপরোক্ত ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম নিয়ে আপনার কোন মুল্যবান মতামত অথবা কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার মতামতে সাড়া দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *