ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে? ছবি তোলার কতদিন পর NID কার্ড পাওয়া যায়
বাংলাদেশে ছবি তোলার পর এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) পাওয়ার জন্য নির্ধারিত কোন সময়সীমা নেই। তবে পূর্বের কয়েক বছরের তথ্যের উপর ভিত্তি করে বলতে গেলে, নতুন ভোটার হিসেবে ছবি তোলার পর আনুমানিক ৫-৬ মাস সময় লাগে।
তবে অনেক ক্ষেত্রে এর থেকে বেশি সময় লাগে। বিগত কয়েক বছরের চেয়ে এ বছর নতুন ভোটারের সংখ্যা বেশি হওয়ায় ভোটার আইডি কার্ড সরবরাহ করতে আরও বেশি সময় লাগতে পারে।
স্মার্ট কার্ড কবে পাবো?
Ans: বাংলাদেশ নির্বাচন কমিশন এর Bangladesh National Identity Registration Wing (NIDW) পক্ষ থেকে ভোটার তথ্য দেওয়ার পর হতে ৬ মাস-১বছর সময় পরে স্মার্ট কার্ড প্রদান করা হয়। আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা জেনে নিন। তৈরি হলে তা কোথায় আছে সেখানে উল্লেখ করা থাকবে।
কিভাবে অনলাইন থেকে স্মার্ট কার্ডের কপি ডাউনলোড করব?
প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট services.nidw.gov.bd/nid-pub/ এ ভিজিট করতে হবে। এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট এ লগইন করুন। সফলভাবে লগইন করা হলে আপনার ভোটার তথ্য দেখতে পারবেন।
উপরের ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায়?
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়মটি একেবারেই সহজ। আপনি যদি নতুন ভোটার নিবন্ধন করে থাকেন তাহলে আপনি ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম দেখে খুব সহজেই আপনার ভোটার নম্বর বের করা থেকে শুরু করে ভোটার আইডি কার্ড যাচাই ও ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
চলুন প্রক্রিয়াটাকে ধাপে ধাপে দেখে নেওয়া যাক।
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
- প্রথমে এটই https://services.nidw.gov.bd/nid-pub/voter-info লিংক গুগল করে ক্লিক করুন.
- ভোটার তথ্য পেজে যাওয়ার পরে একটি পেজ দেখতে পাবেন সেখানে একটি বক্সে জাতীয় পরিচয় পত্র / ফর্ম নাম্বার লেখা থাকবে সেই ঘরে আপনার ভোটার নাম্বারটি প্রদান করুন।
- এরপর জন্ম তারিখের ঘরে আপনার জন্ম তারিখ প্রদান করুন
- সবশেষে ক্যাপচা কোড পুরন করে সাবমিট অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার বিস্তারিত তথ্য দিয়ে বহাল অপশনে ক্লিক করে পরবর্তী পেইজে প্রবেশ করুন।
- আপনার একটি সচল মোবাইল নাম্বার দিয়ে OTP এর মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
- এখন ফেইস স্ক্যান করে ভেরিফিকেশন সম্পন্ন করে আপনার অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন করে ফেলুন।
- এবার আপনি চাইলে ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে পারেন অথবা এরিয়ে যেতে পারেন।
- এখন আপনার প্রোফাইল থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার এন আই ডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারেন।